ইলেকট্রনিক ট্যাটুতে থাকবে পাসওয়ার্ড :: দৈনিক ইত্তেফাক
কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট পিসিসহ নানা ধরনের ডিভাইসের সাথে এখন আমাদের নিত্য উঠাবসা। এসব ডিভাইসে অনাকাঙ্ক্ষিত কারও প্রবেশ ঠেকানোর জন্য আমরা সকলেই পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। এ ছাড়া অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের জন্যও পাসওয়ার্ডের বিকল্প নেই কোনোভাবেই। বিভিন্ন ধরনের ডিভাইস আর অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রতিটি ডিভাইস আর অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শই দিয়ে থাকেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। আর এসব পাসওয়ার্ডকে শক্তিশালী করার জন্য প্রচলিত শব্দ, শব্দগুচ্ছ বা সংখ্যার ব্যবহারকেও নিরুত্সাহিত করেন তারা। আবার নিজের ব্যবহূত বিভিন্ন অ্যাকাউন্টের নম্বর কিংবা জন্মদিন বা পরিচিত কারও নাম প্রভৃতি শব্দ বা সংখ্যা ব্যবহার করলে এগুলো দ্রুত ও সহজে হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলেও মন্তব্য বিশ্লেষকদের। সেক্ষেত্রে পাসওয়ার্ডকে কঠিন করতে গিয়ে অনেক সময়েই দেখা যায় একাধিক অ্যাকাউন্ট বা ডিভাইসের পাসওয়ার্ড স্মরণ রাখাই কঠিন হয়ে পড়ে। কিন্তু পাসওয়ার্ড ভুলে গেলে তো বিপদ নিজেরই। এই উভয় সংকট থেকে রক্ষা পেতে গবেষণা কম চলেনি। চলছে এখনও। এরই ধারাবাহিকতায় এবারে মটোরোলা সম্পূর্ণ ভিন্ন এক ধারা নিয়ে কাজ শুরু করেছে। মটোরোলা এমন এক ধরনের ইলেকট্রনিক ট্যাটু তৈরির পরিকল্পনা করেছে, যা নিজের মেমোরিতে ধারণ করতে পারবে পাসওয়ার্ড এবং সেই ট্যাটুই ডিভাইসকে আনলক করতে পারবে। এই বিশেষ ধরনের ইলেকট্রনিক ট্যাটুতে থাকবে একটি সার্কিট। এই সার্কিটেই এনক্রিপ্ট করা থাকবে বিভিন্ন ডিভাইস বা গ্যাজেটের পাসওয়ার্ড। ফলে ওই ডিভাইস বা গ্যাজেট যখন ট্যাটুধারীর হাতে আসবে, তখন স্বয়ংক্রিয়ভাবেই সেটি সার্কিট থেকে পাসওয়ার্ডটি পড়তে পারবে এবং সেটিকে আনলক করে দেবে। ইলেকট্রনিক ট্যাটু ছাড়াও মটোরোলা পাসওয়ার্ড সংরক্ষণে বিশেষ ধরনের পিল বা ক্যাপসুল তৈরির পরিকল্পনাও করেছে। এই পিলটির মধ্যে থাকবে নির্দিষ্ট ডিভাইস বা গ্যাজেটের জন্য পাসওয়ার্ড। ডিভাইস বা গ্যাজেটটি পিল সেবনকারীর কাছে এলেই পিলটি সিগন্যাল পাঠাতে থাকবে। আর পিলটি সক্রিয় হয়ে উঠবে পাকস্থলীর এসিডেই। ফলে বাড়তি ব্যাটারিরও প্রয়োজন হবে না। এই ইলেকট্রনিক ট্যাটু কিংবা পাসওয়ার্ড পিল অবশ্য এখনও পরিকল্পনার পর্যায়েই রয়েছে। নিকট ভবিষ্যতে এগুলো বাজারে আসার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে মটোরোলা। কবে নাগাদ এগুলো বাজারে আসতে পারে, সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি তারা
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: www.ucebd.com
No comments:
Post a Comment