৯ বছর পর দাম কমছে মোবাইল ইন্টারনেটের :: দৈনিক ইত্তেফাক
ইন্টারনেট ব্যবহারকারীদের বিভিন্ন ফোরামের আন্দোলনের মুখে অবশেষে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের চার্জ কমতে যাচ্ছে। দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি মোবাইল ফোন অপারেটরদের সাথে দফায় দফায় আলোচনা করে এই বিষয়ে নির্দেশনা জারি করা হবে বলে জানিয়েছেন বিটিআরসি-এর একাধিক কর্মকর্তা। স্মার্টফোনের দ্রুত ব্যবহার বাড়ায় এবং দাম কমার কারণে তরুণ সমাজের কাছে মোবাইলে ইন্টারনেট জনপ্রিয় হয়ে উঠেছে। এই শ্রেণীর গ্রাহকরা মূলত ইমেইল, ব্রাউজিং আর সোশ্যাল নেটওয়ার্কই ব্যবহার করে। মোট মোবাইল ব্যবহারকারীর মধ্যে প্রায় সাড়ে তিন কোটি গ্রাহক মোবাইল ফোনের মাধ্যমে নিয়মিত মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। ২০০৪ সাল থেকে বিদ্যমান হারে প্রতি কিলোবাইটের জন্য ২ পয়সা করে চার্জ করছে মোবাইল ফোন কোম্পানিগুলো। অথচ গত ৯ বছরে কয়েক দফায় ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমানো হয়েছে। ২০০৪ সালে প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের মূল্য ছিল ৭২ হাজার টাকা। বর্তমানে তা মাত্র ৪ হাজার ৮শত টাকা। এদিকে গতকালও মোবাইল ইন্টারনেটের দাম কমানোর দাবিতে বিটিআরসির সামনে অবস্থান ধর্মঘট করেছে বিভিন্ন সংগঠন। তাদের দাবি প্রতি মেগাবাইট ১০ পয়সা আর প্রতি গিগাবাইট ১০ টাকা নির্ধারণ করা হোক। তাই সুখের খবর হলো, মোবাইল কোম্পানির সঙ্গে বিটিআরসির আলোচনার মাধ্যমে খুব শীঘ্রই নতুন ও সাশ্রয়ী মূল্য নির্ধারণ করা হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেছে।
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: www.ucebd.com
No comments:
Post a Comment