মোবাইলে ডাউনলোডের গতি ১৫০ এমবিপিএস! :: দৈনিক ইত্তেফাক
এক বছরেরও কম সময়ে আমরা প্রবেশ করেছি তৃতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্কে। তবে প্রযুক্তি বিশ্ব তো আর বসে নেই, তারা চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কের পর পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক নিয়েও কাজ শুরু করেছে। আর এসব গবেষণার ফলাফল হিসেবে মোবাইল ইন্টারনেটের গতি ক্রমেই দ্রুত থেকে দ্রুততর হয়ে উঠছে। সম্প্রতি এরকম আরেকটি মোবাইল নেটওয়ার্ক চালু করেছে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় মোবাইল অপারেটর এসকে টেলিকম। চতুর্থ প্রজন্মের এলটিই নেটওয়ার্কেরই একটি উন্নততর সংস্করণ তারা ব্যবহার করেছে এতে। আর তাতে করে প্রচলিত এলটিই নেটওয়ার্কের দ্বিগুণ এবং তৃতীয় প্রজন্মে মোবাইল নেটওয়ার্কের ১০ গুণ বেশি গতিতে তথ্য ডাউনলোড করা সম্ভব হয়েছে। এসকে টেলিকম জানিয়েছে, এলটিই-অ্যাডভান্স (এলটিই-এ) নামক এই নেটওয়ার্কের ডাউনলোড গতি পাওয়া গেছে সেকেন্ডে সর্বোচ্চ ১৫০ মেগাবিট। এই গতিতে ডাউনলোড করা গেলে ৮০০ মেগাবাইট আকারের একটি সিনেমা ডাউনলোড করতে সময় লাগবে মাত্র ৪৩ সেকেন্ড। আর ১ গিগাবাইট তথ্য ডাউনলোড করা যাবে ৫৫ সেকেন্ডেরও কম সময়ে! প্রাথমিকভাবে এই নেটওয়ার্কের সেবা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং এর আশেপাশের ৪২টি শহর এবং ১০৩টি বিশ্ববিদ্যালয়ে চালু করা হয়েছে। আরও ৮৪টি শহরে একে সম্প্রসারিত করা হবে বলে জানিয়েছে এসকে টেলিকম। অবশ্য এই বিপুল গতির নেটওয়ার্ক সমর্থিত হ্যান্ডসেটের সংখ্যা বর্তমানে মাত্র একটিই—স্যামসাংয়ের সর্বশেষ গ্যালাক্সি এস৪। এই বছরের মধ্যেই এলটিই-এ সমর্থিত আরও ৭টি হ্যান্ডসেট বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়ে রেখেছে এসকে টেলিকম। এলটিই-এ নেটওয়ার্ক নিয়ে অবশ্য জাপানের এনটিটি ডোকোমো-ও গবেষণা চালিয়ে যাচ্ছে। তাদের বর্তমান এলটিই-এ নেটওয়ার্কে সর্বোচ্চ ১১২.৫ এমবিপিএস গতি পাওয়া যায়। ২০১৫ সাল নাগাদ এই গতিকে তারা ১জিবিপিএস-এ নিয়ে যাওয়ার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার ৬০ ভাগেরও বেশি স্মার্টফোন ব্যবহারকারীই এলটিই নেটওয়ার্ক ব্যবহার করে থাকে।
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: www.ucebd.com
No comments:
Post a Comment