ইন্টারনেটের গতি শতগুণ বাড়াবে গ্রাফিন গ্রাফিন উদ্ভাবনের পর থেকেই এর নানা ধরনের সম্ভাবনার কথা বলে আসছেন বিজ্ঞানী আর গবেষকরা। বিশেষ করে এর পুরুত্ব মাত্র এক পরমাণুর সমান হওয়ায় এবং তাত্ত্বিকভাবে সর্বোচ্চ শক্তিশালী হওয়ায় বিভিন্ন ধরনের ডিভাইসে এর ব্যবহার ডিভাইসকে আরও অনেক বেশি সরু করে তুলবে বলে জানিয়েছিলেন গবেষকরা। এবারে গ্রাফিন ব্যবহারের নতুন এক দিগন্ত উন্মোচন করেছেন আরেকদল গবেষক। এর ব্যবহার ইন্টারনেটকে এখনকার চাইতে শতগুণ বেশি গতিশীল করে তুলবে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব বাথের একদল গবেষক। তারা গ্রাফিন ব্যবহার করে অপটিক্যাল রেসপন্স রেট পেয়েছেন অবিশ্বাস্য পরিমাণে কম। কেবল ইন্টারনেটই নয়, সার্বিকভাবে টেলিযোগাযোগ ব্যবস্থাতেই এটি বৈপ্লবিক এক পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে বলে জানিয়েছেন তারা। গবেষকরা জানিয়েছেন, প্রতিদিনই বিশ্বব্যাপী বিপুল পরিমাণে তথ্য স্থানান্তরিত হচ্ছে অপটো-ইলেকট্রনিক ডিভাইসগুলোর মাধ্যমে। এসব ডিভাইসের মধ্যে রয়েছে অপটিক্যাল ফাইবার, ফটোডিটেক্টর, লেজার প্রভৃতি। এসব ডিভাইসের মধ্য দিয়ে সিগন্যাল পাঠানো হয় ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যে ফোটোনের মাধ্যমে এবং প্রক্রিয়াকরণ করা হয় অপটিক্যাল সুইচের মাধ্যমে। এই সুইচ সিগন্যালকে লাইট পালসে পরিণত করে। অপটিক্যাল সুইচগুলোর রেসপন্স টাইম কয়েক পিকোসেকেন্ড (এক সেকেন্ডের ট্রিলিয়ন ভাগের এক ভাগ)। তবে গ্রাফিনের কয়েকটি স্তর ব্যবহার করে গবেষকরা এমন অপটিক্যাল সুইচ তৈরি করতে সমর্থ হয়েছেন যার রেসপন্স টাইম নেমে এসেছে একশ ফেমটোসেকেন্ডে, যা আগের চাইতে শতগুণ বেশি দ্রুতগতিসম্পন্ন। এই গবেষণার নেতৃত্বে থাকা ড. এনরিকো দা কোমো জানিয়েছেন, 'মাত্র কয়েক স্তরের গ্রাফিন ব্যবহার করে আমরা আল্ট্রা-ফার্স্ট রেসপন্স রেট পেয়েছি। উচ্চগতির অপটোইলেকট্রনিক কম্পোনেন্ট তৈরি করতে এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই আমরা আশা করছি।' দীর্ঘ মেয়াদের গবেষণা গ্রাফিনের ব্যবহারকে আরও সম্প্রসারিত করবে বলেই জানিয়েছেন গবেষকরা। বাণিজ্যিকভিত্তিতে কবে নাগাদ গ্রাফিন ব্যবহার করে তৈরি করা অপটোইলেকট্রনিক ডিভাইস বাজারে আসবে, সে সম্পর্কে অবশ্য স্পষ্ট কোনো ধারণা দেননি গবেষকরা।ইন্টারনেটের গতি শতগুণ বাড়াবে গ্রাফিন :: দৈনিক ইত্তেফাক

ইন্টারনেটের গতি শতগুণ বাড়াবে গ্রাফিন :: দৈনিক ইত্তেফাক

ইন্টারনেটের গতি শতগুণ বাড়াবে গ্রাফিন
গ্রাফিন উদ্ভাবনের পর থেকেই এর নানা ধরনের সম্ভাবনার কথা বলে আসছেন বিজ্ঞানী আর গবেষকরা। বিশেষ করে এর পুরুত্ব মাত্র এক পরমাণুর সমান হওয়ায় এবং তাত্ত্বিকভাবে সর্বোচ্চ শক্তিশালী হওয়ায় বিভিন্ন ধরনের ডিভাইসে এর ব্যবহার ডিভাইসকে আরও অনেক বেশি সরু করে তুলবে বলে জানিয়েছিলেন গবেষকরা। এবারে গ্রাফিন ব্যবহারের নতুন এক দিগন্ত উন্মোচন করেছেন আরেকদল গবেষক। এর ব্যবহার ইন্টারনেটকে এখনকার চাইতে শতগুণ বেশি গতিশীল করে তুলবে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব বাথের একদল গবেষক। তারা গ্রাফিন ব্যবহার করে অপটিক্যাল রেসপন্স রেট পেয়েছেন অবিশ্বাস্য পরিমাণে কম। কেবল ইন্টারনেটই নয়, সার্বিকভাবে টেলিযোগাযোগ ব্যবস্থাতেই এটি বৈপ্লবিক এক পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে বলে জানিয়েছেন তারা। গবেষকরা জানিয়েছেন, প্রতিদিনই বিশ্বব্যাপী বিপুল পরিমাণে তথ্য স্থানান্তরিত হচ্ছে অপটো-ইলেকট্রনিক ডিভাইসগুলোর মাধ্যমে। এসব ডিভাইসের মধ্যে রয়েছে অপটিক্যাল ফাইবার, ফটোডিটেক্টর, লেজার প্রভৃতি। এসব ডিভাইসের মধ্য দিয়ে সিগন্যাল পাঠানো হয় ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যে ফোটোনের মাধ্যমে এবং প্রক্রিয়াকরণ করা হয় অপটিক্যাল সুইচের মাধ্যমে। এই সুইচ সিগন্যালকে লাইট পালসে পরিণত করে। অপটিক্যাল সুইচগুলোর রেসপন্স টাইম কয়েক পিকোসেকেন্ড (এক সেকেন্ডের ট্রিলিয়ন ভাগের এক ভাগ)। তবে গ্রাফিনের কয়েকটি স্তর ব্যবহার করে গবেষকরা এমন অপটিক্যাল সুইচ তৈরি করতে সমর্থ হয়েছেন যার রেসপন্স টাইম নেমে এসেছে একশ ফেমটোসেকেন্ডে, যা আগের চাইতে শতগুণ বেশি দ্রুতগতিসম্পন্ন। এই গবেষণার নেতৃত্বে থাকা ড. এনরিকো দা কোমো জানিয়েছেন, 'মাত্র কয়েক স্তরের গ্রাফিন ব্যবহার করে আমরা আল্ট্রা-ফার্স্ট রেসপন্স রেট পেয়েছি। উচ্চগতির অপটোইলেকট্রনিক কম্পোনেন্ট তৈরি করতে এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই আমরা আশা করছি।' দীর্ঘ মেয়াদের গবেষণা গ্রাফিনের ব্যবহারকে আরও সম্প্রসারিত করবে বলেই জানিয়েছেন গবেষকরা। বাণিজ্যিকভিত্তিতে কবে নাগাদ গ্রাফিন ব্যবহার করে তৈরি করা অপটোইলেকট্রনিক ডিভাইস বাজারে আসবে, সে সম্পর্কে অবশ্য স্পষ্ট কোনো ধারণা দেননি গবেষকরা।
 
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: http://www.uttarainfotech.com/



No comments:

Post a Comment