অ্যান্ড্রয়েড গেম কনসোল তৈরি করছে গুগল :: দৈনিক ইত্তেফাক

অ্যান্ড্রয়েড গেম কনসোল তৈরি করছে গুগল :: দৈনিক ইত্তেফাক

অ্যান্ড্রয়েড গেম কনসোল তৈরি করছে গুগল
সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও এখন গুগল নামটি নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট প্রায় সব ক্ষেত্রেই রয়েছে গুগল'র সরব উপস্থিতি। তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পর ক্রোমবুক আর নেক্সাস সিরিজের ফোন ও ট্যাবলেট পিসি দিয়ে হার্ডওয়্যার জগতেও স্থান পাকাপোক্ত হয়ে গেছে। এবারে গেমিংয়ের দিকে নজর পড়েছে এই জায়ান্টের। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে গেমিংয়ের জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবারে নিজেরাই অ্যান্ড্রয়েড গেম কনসোল তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে গুগল। সম্প্রতি মাইক্রোসফট এবং সনি উভয়েই তাদের জনপ্রিয় গেম কনসোলের নতুন সংস্করণ উন্মোচন করেছে। এর বাইরে এনভিডিয়া নতুন গেম কনসোল প্রদর্শন করেছে কয়েকমাস আগেই। এর মধ্যে আবার অ্যাপল টিভি বাজারে আসারও কথা রয়েছে। অ্যাপল টিভির সাথে সাথে একই সিরিজের পণ্য হিসেবে অ্যাপল'র নিজস্ব গেম কনসোল বাজারে আসবে বলে কথা রয়েছে। ফলে এখন থেকেই অ্যাপল'র সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গুগল অ্যান্ড্রয়েড গেম কনসোলের পরিকল্পনা করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। অবশ্য গেম কনসোলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না গুগল। অ্যাপল যে স্মার্ট ঘড়ির পরিকল্পনা নিয়েছে, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গুগল নিজেও স্মার্ট ঘড়ি তৈরির জন্য এগিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, নেক্সাস ব্র্যান্ড নামেই এই স্মার্ট ঘড়ি এবং গেম কনসোল তৈরি করবে গুগল।
 
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: http://www.uttarainfotech.com/

No comments:

Post a Comment