আজ অবমুক্ত হচ্ছে ফায়ারফক্স ওএস স্মার্টফোন :: দৈনিক ইত্তেফাক

আজ অবমুক্ত হচ্ছে ফায়ারফক্স ওএস স্মার্টফোন :: দৈনিক ইত্তেফাক

আজ অবমুক্ত হচ্ছে ফায়ারফক্স ওএস স্মার্টফোন
মোবাইল অপারেটিং সিস্টেমের জগতে গুগল'র অ্যান্ড্রয়েড আর অ্যাপল'র আইওএস-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেই মজিলা ফাউন্ডেশন তৈরি করেছে ফায়ারফক্স ওএস। বছরের শুরু থেকেই উন্মুক্ত এই মোবাইল অপারেটিং সিস্টেমটি ছিল আলোচনায়। অবশেষে এই অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন যাত্রা শুরু করছে আজ। স্পেনের মোবাইল অপারেটর টেলিফোনিকার ব্যানারে জেডটিই'র হ্যান্ডসেটে যাত্রা শুরু করছে এই স্মার্টফোন। এইচটিএমএল৫-নির্ভর এই অপারেটিং সিস্টেমসমৃদ্ধ জেডটিই ওপেন স্মার্টফোনের মূল্য রাখা হয়েছে মাত্র ৬৯ ইউরো বা ৯০ ডলার। এই টাকার মধ্যে আবার গ্রাহকদের জন্য এয়ারটাইমও অন্তর্ভুক্ত রয়েছে। আবার মাসে ৩ ডলারের কিস্তিতেও বিক্রি হবে এই ফোন। দামের দিক থেকে সস্তা এই ফায়ারফক্স ফোন অবশ্য কনফিগারেশনের দিক থেকেও খুব বেশি এগিয়ে নেই। ৩.৫ ইঞ্চি ডিসপ্লে'র (রেজ্যুলেশন ৪৮০ বাই ৩২০ পিক্সেল) এই ফোনে রয়েছে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, ২৫৬ মেগাবাইট র্যাম, ৫১২ মেগাবাইট ফ্ল্যাশ মেমোরি এবং ৪ গিগাবাইট মাইক্রোএসডি কার্ড। টেলিফোনিকা এবং মজিলার পক্ষ থেকে জানানো হয়েছে, হাই কনফিগারেশন নয় বরং যাদের লক্ষ ব্যয়সাশ্রয়ের দিকে, তাদের জন্যই এই ফোন। গ্রাহকরা খুব সহজে ব্যবহার করতে পারবে এই অপারেটিং সিস্টেমটি। এতে অ্যাপ্লিকেশন ব্যবহারের অভিজ্ঞতাও সম্পূর্ণ ভিন্ন বলেই

 
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: www.uttarainfotech.com

No comments:

Post a Comment