চতুর্থ প্রজন্মের 'হাসওয়েল' প্রসেসর আনল ইন্টেল :: দৈনিক ইত্তেফাক
কম্পিউটিংয়ের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যারের অন্যতম মূলে রয়েছে প্রসেসর। ডেস্কটপ পিসি থেকে শুরু করে ল্যাপটপ কিংবা আধুনা স্মার্টফোন বা ট্যাবলেট পিসির ক্ষেত্রেও ভালো প্রসেসরের বিকল্প নেই। এই প্রসেসর তৈরিতে বিশ্বব্যাপী শীর্ষস্থানটি দখল করে রেখেছে ইন্টেল। শুরু থেকেই এই চিপ নির্মাতা নতুন নতুন চমক নিয়ে হাজির হয়েছে প্রযুক্তি বিশ্বের সামনে। তবে গত কয়েক বছর ধরে এই ধারায় যেন লেগেছে নতুন গতি। এর মধ্যেই তাদের দ্বিতীয় এবং তৃতীয় প্রজন্মের প্রসেসর বাজার দখল করে নিয়েছে ভালোভাবেই। এবারে তারা বাজারে নিয়ে এসেছে তাদের চতুর্থ প্রজন্মের প্রসেসর। এর কোড নাম হচ্ছে 'হাসওয়েল'। এক বছরেরও বেশি সময় আগে এই চতুর্থ প্রজন্মের প্রসেসরের ঘোষণা দিয়েছিল ইন্টেল। গত কয়েকদিন এই প্রসেসরের নানা ফিচার নিয়ে চলছে প্রযুক্তি বিশ্বে নানা ধরনের আলোচনা। এসব আলোচনার অবসান এবার ঘটছে ইন্টেলের আনুষ্ঠানিক ঘোষণায়। নতুন প্রজন্মের এই প্রসেসরের মূল আকর্ষণ হিসেবে থাকছে কম শক্তি খরচ এবং উন্নত গ্রাফিক্স। ফলে ট্যাবলেট পিসি এবং ল্যাপটপের সমন্বয়ে তৈরি হাইব্রিড ডিভাইসগুলো এই প্রসেসর ব্যবহার করে নতুন গতি পাবে বলে জানিয়েছে ইন্টেল। তারা জানিয়েছে, এই প্রসেসর এত কম শক্তি খরচ করবে, যাতে করে এগুলো ফ্যানলেস ডিজাইনের ডিভাইসেও ব্যবহার করা যাবে। নতুন এই প্রসেসরগুলো বর্তমানের প্রসেসরগুলোর তুলনায় ১৫ শতাংশ বেশি গতিতে পারফরম্যান্স প্রদানের সক্ষম। তবে তার জন্য এতে শক্তি খরচ হবে এখনকার তুলনায় প্রায় অর্ধেক। ফলে আইভি ব্রিজ প্রসেসরের তুলনায় এটি ব্যবহার করে তৈরি করা ডিভাইসের ব্যাটারি লাইফ যেমন বাড়বে, তেমনি স্ট্যান্ডবাই টাইম বাড়বে তিনগুণ পর্যন্ত। এতে সংযুক্ত শক্তিশালী গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের (জিপিইউ) ব্যবহারের ফলে ত্রিমাত্রিক গ্রাফিক্স ও এইচডি ভিডিওতে পারফরম্যান্স পাওয়া যাবে দ্বিগুণ। এখন পর্যন্ত প্রসেসরের রাজ্যে একে অনন্য এক সংযোজন হিসেবেই অভিহিত করেছে ইন্টেল
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: www.ucebd.com
No comments:
Post a Comment