ইন্টারনেট গ্রাহক ১ মাসে বেড়েছে ১২ লাখ | প্রযুক্তি | Samakal Online Version

ইন্টারনেট গ্রাহক ১ মাসে বেড়েছে ১২ লাখ | প্রযুক্তি | Samakal Online Version

বাংলাদেশ টেলিরেগুলেটরি কমিশনের হিসেব অনুযায়ী, বাংলাদেশে এপ্রিল মাসে প্রতিদিন গড়ে ৪০ হাজার নতুন ব্যবহারকারী ইন্টারেনট সংযোগ নিয়েছেন।ইন্টারনেট গ্রাহক ১ মাসে বেড়েছে ১২ লাখ
 
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির বুধবার প্রকাশিত তথ্যে এপ্রিল মাসের হিসেবে এখন দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা সংখ্যা ৩ কোটি ৩০ লাখ ৪৩ হাজারে ১২৪। মার্চ পর্যন্ত এ সংখ্যা ছিল তিন কোটি ১৮ লাখ ১ হাজার ৩৪৫।
 
এই হিসেবে গত এক মাসে দেশে ইন্টারনেট গ্রাহক সংখ্যা বেড়েছে ১২ লাখ ৪১ হাজার ৭৭৯।
 
এপ্রিলে উল্লেখযোগ্য সংখ্যক এই গ্রাহক বৃদ্ধি শতকরা ৯২ ভাগই মোবাইলে ইন্টারনেট দুনিয়ায় সংযুক্ত হয়েছেন।
 
বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা গেছে, ওয়াইম্যাক্স ও আইএসপির পিএসটিএন ইন্টারনেট গ্রাহক এপ্রিলে বেড়েছে যথাক্রমে ৯ হাজার ৬৭৯ ও ৫০০।
 
একই সময়ে শুধু মোবাইল কোম্পানিগুলোর মাধ্যমে দেশে ইন্টারনেটের সংযোগ নিয়েছেন ১২ লাখ ৩১ হাজার ৬০০ গ্রাহক।
  Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: www.ucebd.com
 

No comments:

Post a Comment