Online Freelancing Earning Training Courses in Dhaka


FREELANCER: PROFESSIONAL (WEB DESIGN)
COURSE FEE
·         HTML
·         CSS
·         Dream Weaver
·         Web Hosting  
·         Domain
·         Illustrator (Basic)
·         Photoshop (Basic)
7500/-
Duration 2 months
FREELANCER: PROFESSIONAL (GRAPHICS DESIGN)
·         Illustrator
·         Photoshop
·         Logo Design
·         Banner Design
5000/-
Duration 2 months
FREELANCER-  BEGGENER
·         Concept about Email, Facebook
·         Skype, Gtalk
·         Micro worker
·         Minutes Worker
·         Jobboy 
·         Forum Posting
·         Clissified Ad Posting
·         PTC & PTS
·         Alertpay/Payza
·         Liverty Reserve
·         Payout System
5000/-
Duration 7 working Days
FREELANCER- MIDDLE CLASS
·         Freelance
·         O-Desk
·         Data Entry
·         PDF to Excel Convert
·         PDF to Word Convert
·         Copy Paste
·         Ad Posting
·         Facebook Fan
·         Bid System
·         Payment System
·         Alertpay/Payza
·         Liverty Reserve
·         Moneybookers/Skrill
·         Master Card
5000/-
Duration 7 working Days
FREELANCER- UPDATE
·         Freelance
·         O-Desk
·         Blogging
·         Ad Posting
·         Craigs List
·         SEO
·         Adsense (Google, Adbrite, Bidvertiser etc)
·         Affiliate Marketing
·         Payment System
5000/-
Duration 15 working Days
OFFICE PACKAGE

Online Outsourcing Income Training Center in Dhaka

Online Freelancing Training Courses

Our Present Office Address:

Uttara Info Tech
BNS Center (5th Floor)
Room No. 610/A, Sector # 06,
Uttara, Dhaka- 1230, Bangladesh.
                                            Mob: 88 01935 900 933, http://www.uttarainfotech.com/

ইন্টারনেটের গতি শতগুণ বাড়াবে গ্রাফিন গ্রাফিন উদ্ভাবনের পর থেকেই এর নানা ধরনের সম্ভাবনার কথা বলে আসছেন বিজ্ঞানী আর গবেষকরা। বিশেষ করে এর পুরুত্ব মাত্র এক পরমাণুর সমান হওয়ায় এবং তাত্ত্বিকভাবে সর্বোচ্চ শক্তিশালী হওয়ায় বিভিন্ন ধরনের ডিভাইসে এর ব্যবহার ডিভাইসকে আরও অনেক বেশি সরু করে তুলবে বলে জানিয়েছিলেন গবেষকরা। এবারে গ্রাফিন ব্যবহারের নতুন এক দিগন্ত উন্মোচন করেছেন আরেকদল গবেষক। এর ব্যবহার ইন্টারনেটকে এখনকার চাইতে শতগুণ বেশি গতিশীল করে তুলবে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব বাথের একদল গবেষক। তারা গ্রাফিন ব্যবহার করে অপটিক্যাল রেসপন্স রেট পেয়েছেন অবিশ্বাস্য পরিমাণে কম। কেবল ইন্টারনেটই নয়, সার্বিকভাবে টেলিযোগাযোগ ব্যবস্থাতেই এটি বৈপ্লবিক এক পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে বলে জানিয়েছেন তারা। গবেষকরা জানিয়েছেন, প্রতিদিনই বিশ্বব্যাপী বিপুল পরিমাণে তথ্য স্থানান্তরিত হচ্ছে অপটো-ইলেকট্রনিক ডিভাইসগুলোর মাধ্যমে। এসব ডিভাইসের মধ্যে রয়েছে অপটিক্যাল ফাইবার, ফটোডিটেক্টর, লেজার প্রভৃতি। এসব ডিভাইসের মধ্য দিয়ে সিগন্যাল পাঠানো হয় ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যে ফোটোনের মাধ্যমে এবং প্রক্রিয়াকরণ করা হয় অপটিক্যাল সুইচের মাধ্যমে। এই সুইচ সিগন্যালকে লাইট পালসে পরিণত করে। অপটিক্যাল সুইচগুলোর রেসপন্স টাইম কয়েক পিকোসেকেন্ড (এক সেকেন্ডের ট্রিলিয়ন ভাগের এক ভাগ)। তবে গ্রাফিনের কয়েকটি স্তর ব্যবহার করে গবেষকরা এমন অপটিক্যাল সুইচ তৈরি করতে সমর্থ হয়েছেন যার রেসপন্স টাইম নেমে এসেছে একশ ফেমটোসেকেন্ডে, যা আগের চাইতে শতগুণ বেশি দ্রুতগতিসম্পন্ন। এই গবেষণার নেতৃত্বে থাকা ড. এনরিকো দা কোমো জানিয়েছেন, 'মাত্র কয়েক স্তরের গ্রাফিন ব্যবহার করে আমরা আল্ট্রা-ফার্স্ট রেসপন্স রেট পেয়েছি। উচ্চগতির অপটোইলেকট্রনিক কম্পোনেন্ট তৈরি করতে এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই আমরা আশা করছি।' দীর্ঘ মেয়াদের গবেষণা গ্রাফিনের ব্যবহারকে আরও সম্প্রসারিত করবে বলেই জানিয়েছেন গবেষকরা। বাণিজ্যিকভিত্তিতে কবে নাগাদ গ্রাফিন ব্যবহার করে তৈরি করা অপটোইলেকট্রনিক ডিভাইস বাজারে আসবে, সে সম্পর্কে অবশ্য স্পষ্ট কোনো ধারণা দেননি গবেষকরা।ইন্টারনেটের গতি শতগুণ বাড়াবে গ্রাফিন :: দৈনিক ইত্তেফাক

ইন্টারনেটের গতি শতগুণ বাড়াবে গ্রাফিন :: দৈনিক ইত্তেফাক

ইন্টারনেটের গতি শতগুণ বাড়াবে গ্রাফিন
গ্রাফিন উদ্ভাবনের পর থেকেই এর নানা ধরনের সম্ভাবনার কথা বলে আসছেন বিজ্ঞানী আর গবেষকরা। বিশেষ করে এর পুরুত্ব মাত্র এক পরমাণুর সমান হওয়ায় এবং তাত্ত্বিকভাবে সর্বোচ্চ শক্তিশালী হওয়ায় বিভিন্ন ধরনের ডিভাইসে এর ব্যবহার ডিভাইসকে আরও অনেক বেশি সরু করে তুলবে বলে জানিয়েছিলেন গবেষকরা। এবারে গ্রাফিন ব্যবহারের নতুন এক দিগন্ত উন্মোচন করেছেন আরেকদল গবেষক। এর ব্যবহার ইন্টারনেটকে এখনকার চাইতে শতগুণ বেশি গতিশীল করে তুলবে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব বাথের একদল গবেষক। তারা গ্রাফিন ব্যবহার করে অপটিক্যাল রেসপন্স রেট পেয়েছেন অবিশ্বাস্য পরিমাণে কম। কেবল ইন্টারনেটই নয়, সার্বিকভাবে টেলিযোগাযোগ ব্যবস্থাতেই এটি বৈপ্লবিক এক পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে বলে জানিয়েছেন তারা। গবেষকরা জানিয়েছেন, প্রতিদিনই বিশ্বব্যাপী বিপুল পরিমাণে তথ্য স্থানান্তরিত হচ্ছে অপটো-ইলেকট্রনিক ডিভাইসগুলোর মাধ্যমে। এসব ডিভাইসের মধ্যে রয়েছে অপটিক্যাল ফাইবার, ফটোডিটেক্টর, লেজার প্রভৃতি। এসব ডিভাইসের মধ্য দিয়ে সিগন্যাল পাঠানো হয় ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যে ফোটোনের মাধ্যমে এবং প্রক্রিয়াকরণ করা হয় অপটিক্যাল সুইচের মাধ্যমে। এই সুইচ সিগন্যালকে লাইট পালসে পরিণত করে। অপটিক্যাল সুইচগুলোর রেসপন্স টাইম কয়েক পিকোসেকেন্ড (এক সেকেন্ডের ট্রিলিয়ন ভাগের এক ভাগ)। তবে গ্রাফিনের কয়েকটি স্তর ব্যবহার করে গবেষকরা এমন অপটিক্যাল সুইচ তৈরি করতে সমর্থ হয়েছেন যার রেসপন্স টাইম নেমে এসেছে একশ ফেমটোসেকেন্ডে, যা আগের চাইতে শতগুণ বেশি দ্রুতগতিসম্পন্ন। এই গবেষণার নেতৃত্বে থাকা ড. এনরিকো দা কোমো জানিয়েছেন, 'মাত্র কয়েক স্তরের গ্রাফিন ব্যবহার করে আমরা আল্ট্রা-ফার্স্ট রেসপন্স রেট পেয়েছি। উচ্চগতির অপটোইলেকট্রনিক কম্পোনেন্ট তৈরি করতে এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই আমরা আশা করছি।' দীর্ঘ মেয়াদের গবেষণা গ্রাফিনের ব্যবহারকে আরও সম্প্রসারিত করবে বলেই জানিয়েছেন গবেষকরা। বাণিজ্যিকভিত্তিতে কবে নাগাদ গ্রাফিন ব্যবহার করে তৈরি করা অপটোইলেকট্রনিক ডিভাইস বাজারে আসবে, সে সম্পর্কে অবশ্য স্পষ্ট কোনো ধারণা দেননি গবেষকরা।
 
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: http://www.uttarainfotech.com/



এমএমএস উন্মুক্তের নির্দেশ | প্রযুক্তি | Samakal Online Version

এমএমএস উন্মুক্তের নির্দেশ | প্রযুক্তি | Samakal Online Version

মোবাইল ফোনে মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস (এমএমএস) উন্মুক্ত করে দেয়ার নির্দেশে দিয়েছে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি)এমএমএস উন্মুক্তের নির্দেশ
আগামী ২৪ জুলাইয়ের মধ্যে এমএমএস সেবা উন্মুক্ত করার জন্য দেশের ছয় মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
মঙ্গলবার বিটিআরসি’র সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান স্বাক্ষরিত এক নির্দেশনা বেসরকারি মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন অপারেটর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
বিটিআরসির নির্দেশনায় সকল অপারেটরসমূহের মধ্যকার আন্তঃসংযোগ চুক্তি সম্পাদনসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে আগামী ২৪ জুলাইয়ের মধ্যে এমএমএস সুবিধা সবার জন্য উন্মুক্ত করার জন্য অপারেটরদের বলা হয়েছে।
টেলিযোগাযোগের এই নিয়ন্ত্রক সংস্থা ইন্টারকানেকশন এক্সচেঞ্জ লাইসেন্স প্রদানের মাধ্যমে বহু আগেই এক অপারেটর থেকে অন্য অপারেটরে ভয়েজ কল ও এসএমএস সুবিধা চালু করলেও এমএমএস সম্পূর্ণরূপে চালু হয়নি।
তাই গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনায় এনে টেলিযোগাযোগ আইন ২০০১ এর ৩১ ধারা 'কমিশনের ক্ষমতা' এর উপধারা-জ অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।
বর্তমানে এমএমএস সুবিধা শুধুমাত্র স্ব স্ব মোবাইল অপারেটরের ক্ষেত্রে চালু আছে।
 
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: http://www.uttarainfotech.com/

সোলার হেডফোনে চার্জ হবে মোবাইল :: দৈনিক ইত্তেফাক

সোলার হেডফোনে চার্জ হবে মোবাইল :: দৈনিক ইত্তেফাক

সোলার হেডফোনে চার্জ হবে মোবাইল
মোবাইল ফোনের চার্জ নিয়ে গবেষণার অন্ত নেই। কী করে মোবাইল ফোনসহ অন্যান্য বহনযোগ্য ডিভাইসে চার্জ দেওয়া যায়, সেটা নিয়েও চলছে গবেষণা। আবার মোবাইল ডিভাইসেও চার্জের সমস্যায় নবায়নযোগ্য শক্তির উত্স ব্যবহার নিয়ে চলছে গবেষণা। এরই ধারাবাহিকতায় এবারে যুক্তরাজ্যের গ্লাসগো'র একজন ডিজাইনার তৈরি করেছেন এমন একটি হেডফোন, যেটি কি না সৌরশক্তি ব্যবহার করে একটি মোবাইল ফোনকে চার্জ করতে পারবে। অ্যান্ড্রু অ্যান্ডারসন নামের এই ডিজাইনার এই হেডফোনের ব্যান্ডের মধ্যে ব্যবহার করেছেন নমনীয় একটি সোলার সেল। এই সোলার সেলের চার্জ ধারণক্ষমতা ০.৫৫ ওয়াট। এই চার্জ ধারণ করার জন্য হেডফোনটিতে রয়েছে ছোট্ট দুইটি লিথিয়াম আয়ন ব্যাটারি। হেডফোনের এয়ারপ্যাড দুইটিতে স্থাপন করা হয়েছে এই দুইটি ব্যাটারি। হেডফোনটিকে যে ডিভাইসে সংযুক্ত করে ব্যবহার করা হবে, হেডফোনটি চলার সময়েই সেই ডিভাইসটি চার্জ হতে থাকবে। অ্যান্ডারসন হেডফোনটির প্রোটোটাইপ তৈরি করলেও এর মূল ভাবনাটি তার নয়। বিবিসিকে তিনি জানিয়েছেন, এটি ছিল মূলত তার বাবার ভাবনা। সেটাকেই বাস্তবায়ন করেছেন তিনি। তিনি বলেন, 'এর চূড়ান্ত ডিজাইন ও প্রোটোটাইপ নিয়ে এখনও আমরা কাজ করে যাচ্ছি। সবাই চায় নিজের ফোনের চার্জের সমস্যার একটি সহজ সমাধান। সেটাই প্রদান করবে এই হেডফোন। এটি ফোনে লাগিয়ে আপনি যখন গান শুনবেন, তখন এটি স্বয়ংক্রিয়ভাবেই চার্জ করে দেবে আপনার ফোনকে।' ক্রাউডফান্ডিং সাইট কিকস্টার্টারে এই হেডফোনটিকে তুলে ধরেছেন অ্যান্ডারসন। আগামী বছরের শুরুতেই এটি বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে আসার প্রাথমিক পরিকল্পনা রয়েছে তার। অ্যান্ডারসন আশা করছেন, হেডফোনটি উত্পাদনে নামতে তিনি ২ লক্ষ পাউন্ডের বিনিয়োগ লাভ করতে পারবেন কিকস্টার্টার থেকে।
 
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: http://www.uttarainfotech.com/

আজ অবমুক্ত হচ্ছে ফায়ারফক্স ওএস স্মার্টফোন :: দৈনিক ইত্তেফাক

আজ অবমুক্ত হচ্ছে ফায়ারফক্স ওএস স্মার্টফোন :: দৈনিক ইত্তেফাক

আজ অবমুক্ত হচ্ছে ফায়ারফক্স ওএস স্মার্টফোন
মোবাইল অপারেটিং সিস্টেমের জগতে গুগল'র অ্যান্ড্রয়েড আর অ্যাপল'র আইওএস-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেই মজিলা ফাউন্ডেশন তৈরি করেছে ফায়ারফক্স ওএস। বছরের শুরু থেকেই উন্মুক্ত এই মোবাইল অপারেটিং সিস্টেমটি ছিল আলোচনায়। অবশেষে এই অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন যাত্রা শুরু করছে আজ। স্পেনের মোবাইল অপারেটর টেলিফোনিকার ব্যানারে জেডটিই'র হ্যান্ডসেটে যাত্রা শুরু করছে এই স্মার্টফোন। এইচটিএমএল৫-নির্ভর এই অপারেটিং সিস্টেমসমৃদ্ধ জেডটিই ওপেন স্মার্টফোনের মূল্য রাখা হয়েছে মাত্র ৬৯ ইউরো বা ৯০ ডলার। এই টাকার মধ্যে আবার গ্রাহকদের জন্য এয়ারটাইমও অন্তর্ভুক্ত রয়েছে। আবার মাসে ৩ ডলারের কিস্তিতেও বিক্রি হবে এই ফোন। দামের দিক থেকে সস্তা এই ফায়ারফক্স ফোন অবশ্য কনফিগারেশনের দিক থেকেও খুব বেশি এগিয়ে নেই। ৩.৫ ইঞ্চি ডিসপ্লে'র (রেজ্যুলেশন ৪৮০ বাই ৩২০ পিক্সেল) এই ফোনে রয়েছে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, ২৫৬ মেগাবাইট র্যাম, ৫১২ মেগাবাইট ফ্ল্যাশ মেমোরি এবং ৪ গিগাবাইট মাইক্রোএসডি কার্ড। টেলিফোনিকা এবং মজিলার পক্ষ থেকে জানানো হয়েছে, হাই কনফিগারেশন নয় বরং যাদের লক্ষ ব্যয়সাশ্রয়ের দিকে, তাদের জন্যই এই ফোন। গ্রাহকরা খুব সহজে ব্যবহার করতে পারবে এই অপারেটিং সিস্টেমটি। এতে অ্যাপ্লিকেশন ব্যবহারের অভিজ্ঞতাও সম্পূর্ণ ভিন্ন বলেই

 
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: www.uttarainfotech.com

অ্যান্ড্রয়েড গেম কনসোল তৈরি করছে গুগল :: দৈনিক ইত্তেফাক

অ্যান্ড্রয়েড গেম কনসোল তৈরি করছে গুগল :: দৈনিক ইত্তেফাক

অ্যান্ড্রয়েড গেম কনসোল তৈরি করছে গুগল
সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও এখন গুগল নামটি নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নেই। প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট প্রায় সব ক্ষেত্রেই রয়েছে গুগল'র সরব উপস্থিতি। তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পর ক্রোমবুক আর নেক্সাস সিরিজের ফোন ও ট্যাবলেট পিসি দিয়ে হার্ডওয়্যার জগতেও স্থান পাকাপোক্ত হয়ে গেছে। এবারে গেমিংয়ের দিকে নজর পড়েছে এই জায়ান্টের। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে গেমিংয়ের জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবারে নিজেরাই অ্যান্ড্রয়েড গেম কনসোল তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে গুগল। সম্প্রতি মাইক্রোসফট এবং সনি উভয়েই তাদের জনপ্রিয় গেম কনসোলের নতুন সংস্করণ উন্মোচন করেছে। এর বাইরে এনভিডিয়া নতুন গেম কনসোল প্রদর্শন করেছে কয়েকমাস আগেই। এর মধ্যে আবার অ্যাপল টিভি বাজারে আসারও কথা রয়েছে। অ্যাপল টিভির সাথে সাথে একই সিরিজের পণ্য হিসেবে অ্যাপল'র নিজস্ব গেম কনসোল বাজারে আসবে বলে কথা রয়েছে। ফলে এখন থেকেই অ্যাপল'র সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গুগল অ্যান্ড্রয়েড গেম কনসোলের পরিকল্পনা করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। অবশ্য গেম কনসোলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না গুগল। অ্যাপল যে স্মার্ট ঘড়ির পরিকল্পনা নিয়েছে, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গুগল নিজেও স্মার্ট ঘড়ি তৈরির জন্য এগিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, নেক্সাস ব্র্যান্ড নামেই এই স্মার্ট ঘড়ি এবং গেম কনসোল তৈরি করবে গুগল।
 
Make your Website... within your affordable Budget.
Know more details pls visit: http://www.uttarainfotech.com/